Skip to main content

Posts

জন্মদিন উপলক্ষে কিছু কথা

©Md. Ashik Mahmud' Birth Day  _6th Sep 2k21🌺  এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!  তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? যাক এসব কথা...!  আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়। আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীত...
Recent posts

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২-২০১৩ সেশনের আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের সাবেক শিক্ষার্থী

  হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২-২০১৩ সেশনের আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের সাবেক শিক্ষার্থী.  শাহরিয়ার শুভ মোঃ হাসান শাহরিয়ার শুভ চায়নার রাজধানী বেইজিং জিয়াতং ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট এর জন্য চাইনিজ সরকারি বৃত্তি লাভ করেছেন। অভিনন্দন ও শুভেচ্ছা হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে এই কৃতিত্বের জন্য। এর আগে শাহরিয়ার চায়নার চংচিং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সফলতার সাথে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেন। অভিনন্দন ও শুভকামনা রইল, শাহরিয়ার ভাই এর  জন্য।

অবৈধ মোবাইল শনাক্ত শুরু, নিষ্ক্রিয় করা যাবে হারানো ফোন

  দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে দেশের বাজারে অবৈধভাবে আসা মোবাইল ফোন শনাক্ত করার পর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করছে বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করবে বিটিআরসি। এতে মোবাইল গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি জানিয়েছে, অবৈধ মোবাইল সেট বৈধ করার সময় পাবেন সবাই। এখনই কারও মোবাইল সেট নিষ্ক্রিয় বা বন্ধ করা হবে না। নিবন্ধিত বৈধ মোবাইল সেট হারিয়ে গেলে তা নিষ্ক্রিয় করা যাবে। এ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। এ বিষয়ে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, 'দেশজুড়ে বর্তমানে প্রায় ১৫ কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। যার ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে প্রবেশ করেছে বা বিদেশ থেকে আনা হয়েছে। আমরা এসব শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। মূলত আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্যই এটা করা হচ্ছে। সুযোগ...

ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হবে কোথায়?

২০১৯ সালের কোপা আমেরিকার কথা মনে আছে? গতবারের ওই আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। আসলে বেলো হরিজোন্তেয় সেদিনই হয়ে গিয়েছিল ‘ফাইনাল’! সেই ব্রাজিলেই আবার বসেছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। বলার অপেক্ষা রাখে না গোটা ফুটবল বিশ্ব অধীর অপেক্ষায় আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখার। তবে এবার আর সেমিফাইনাল নয়, ফাইনালেই সাক্ষাৎ হবে ব্রাজিল-আর্জেন্টিনার! ‘যদি’ ‘কিন্তু’ অবশ্যই আছে। তবে সবকিছু হিসাব মতো গেলে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল অপেক্ষা করছে উত্তেজনার সব রসদ জমা রেখে। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল থেকে শিরোপার যে গতিপথ নির্ধারণ হয়েছে, তাতে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের আগে দেখা হচ্ছে না। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরোতে পারলে দুই দলের লড়াই হবে মারাকানার ফাইনালে। ফর্মের তুঙ্গে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দল আলাদা দুই গ্রুপে খেলায় তাদের সাক্ষাৎ হয়নি এখনও। ‘এ’ গ্রুপে তিন জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিল ‘বি’ গ্রুপে তিন জয় ও ১ ড্রয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে উঠেছে শেষ আটে। অর্থাৎ, জয়-ড্রয়ের হিসাবে মাপলে ...

বগুড়ার নন্দীগ্রামে ব্রাজিল সমর্থক এক গরু চোর আটক।

       নিজস্ব প্রতিবেদকঃ আতিক সরকার।    বগুড়ার নন্দীগ্রাম থানায় গরু চুরি মামলায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আবু জাফেরের ছেলে। ২৭ জুন রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে ওসি আবুল কালাম আজাদ। উল্লেখ্য,গত ১৯শে জুন রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহসিন আলীর গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি বাছুর গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯০ হাজার টাকা। জানা যায়, ২০শে জুন উক্ত গরু চুরির বিষয়ে ভোক্তভোগী মহসিন আলী প্রামানিক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। অবশেষে তদন্তে ইউনুস আলী উক্ত গরু চুরির সাথে জত থাকার প্রমান পেয়ে তাকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মেসির জোড়া গোল, বলিভিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

  আসরের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিতভাবেই দাপট দেখালো আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসি গোল করলেন, করালেনও। বড় জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে উঠল এবারের কোপা আমেরিকার অন্যতম শিরোপা প্রত্যাশিরা। ব্রাজিলের কুয়াবার অ্যারেনা পানতানালে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ম্যাচ হয়েছে একপেশে। তাতে বলিভিয়াকে ৪-১ গোল উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে মেসি ছাড়াও গোল পেয়েছেন আলহেন্দ্রো গোমেজ ও লাউতারো মার্টিনেজ। বড় এই জয়ে অনুমিতভাবেই এ- গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ একুয়েডর। এদিন খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ নেওয়া পর ৬ষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। বক্সে ঢুকে লিওনেল মেসির পাস পেয়ে দারুণ ভলিতে জালে জড়ান আলেহান্দ্রো গোমেজ। গোল পাওয়ার পরও পরের কয়েক মিনিটে আর্জেন্টিনাকে আর আক্রমণ সাজাতে দেখা যায়নি। রক্ষণ নিয়ে ব্যস্ত বলিভিয়াও মাঝমাঠ পার হয়ে আর্জেন্টিনার প্রান্তে ঠিকভাবে এগুতে পারছিল না। ৩০ মিনিটে দলকে পেনাল্টি পাইয়ে দেন সেই গোমেজই। বা দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকছিলেন এই ফরোয়ার্...

ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর।

  ব্রাজিলের অসাধারণ পথচলা থামিয়ে দিলো ইকুয়েডর। টানা ১০ ম্যাচ জয়ের পর ১১তম ম্যাচে এসে হোঁচট খেলো উড়ন্ত ব্রাজিল। যদিও কোপা আমেরিকার ‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। যে কারণে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরাকে ছাড়াই একাদশ সাজান কোচ তিতে। বাংলাদেশ সময় সোমবার ভোরে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এক মাসও হয়নি এই ইকুয়েডরকেই হারিয়েছিল তারা। গত ৪ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে জিতেছিল তিতের দল। ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল ব্রাজিলের। তারা গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি, এরমধ্যে ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের ৮ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। বিরতির আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা সমতা ফেরান। নেইমারহীন ব্রাজিল আর জালের নাগাল পায়নি। আর তাতেই চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর। ৩৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভারটনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ওই এক ...