©Md. Ashik Mahmud' Birth Day _6th Sep 2k21🌺 এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? যাক এসব কথা...! আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়। আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীত...
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২-২০১৩ সেশনের আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের সাবেক শিক্ষার্থী
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২-২০১৩ সেশনের আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের সাবেক শিক্ষার্থী. শাহরিয়ার শুভ মোঃ হাসান শাহরিয়ার শুভ চায়নার রাজধানী বেইজিং জিয়াতং ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট এর জন্য চাইনিজ সরকারি বৃত্তি লাভ করেছেন। অভিনন্দন ও শুভেচ্ছা হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে এই কৃতিত্বের জন্য। এর আগে শাহরিয়ার চায়নার চংচিং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সফলতার সাথে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেন। অভিনন্দন ও শুভকামনা রইল, শাহরিয়ার ভাই এর জন্য।