Skip to main content

বগুড়ার নন্দীগ্রামে ব্রাজিল সমর্থক এক গরু চোর আটক।

       নিজস্ব প্রতিবেদকঃ আতিক সরকার। 
 

বগুড়ার নন্দীগ্রাম থানায় গরু চুরি মামলায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আবু জাফেরের ছেলে।






২৭ জুন রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে ওসি আবুল কালাম আজাদ।

উল্লেখ্য,গত ১৯শে জুন রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহসিন আলীর গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি বাছুর গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯০ হাজার টাকা।


জানা যায়, ২০শে জুন উক্ত গরু চুরির বিষয়ে ভোক্তভোগী মহসিন আলী প্রামানিক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। অবশেষে তদন্তে ইউনুস আলী উক্ত গরু চুরির সাথে জত থাকার প্রমান পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Comments

Popular posts from this blog

ঢাকা ছাড়ছে মানুষ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত দীর্ঘ যানজট।  ছবি: আশিক মাহমুদ। কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়। মোড় পার হয়েই আবার তারা চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আজ রোববার দুপুরের দৃশ্য এটি। এই মোড়ের দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ লিংক রোড সড়কেও একই পরিস্থিতি। যানজটের কারণে প্রচুর মানুষ যানবাহন থেকে নেমে হেঁটেই মোড় পার হচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই সাইনবোর্ড এলাকায় মানুষ ও যানবাহনের এমন চাপ চলছে।

ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর।

  ব্রাজিলের অসাধারণ পথচলা থামিয়ে দিলো ইকুয়েডর। টানা ১০ ম্যাচ জয়ের পর ১১তম ম্যাচে এসে হোঁচট খেলো উড়ন্ত ব্রাজিল। যদিও কোপা আমেরিকার ‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। যে কারণে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরাকে ছাড়াই একাদশ সাজান কোচ তিতে। বাংলাদেশ সময় সোমবার ভোরে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এক মাসও হয়নি এই ইকুয়েডরকেই হারিয়েছিল তারা। গত ৪ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে জিতেছিল তিতের দল। ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল ব্রাজিলের। তারা গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি, এরমধ্যে ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের ৮ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। বিরতির আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা সমতা ফেরান। নেইমারহীন ব্রাজিল আর জালের নাগাল পায়নি। আর তাতেই চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর। ৩৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভারটনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ওই এক ...