২০১৯ সালের কোপা আমেরিকার কথা মনে আছে? গতবারের ওই আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। আসলে বেলো হরিজোন্তেয় সেদিনই হয়ে গিয়েছিল ‘ফাইনাল’! সেই ব্রাজিলেই আবার বসেছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। বলার অপেক্ষা রাখে না গোটা ফুটবল বিশ্ব অধীর অপেক্ষায় আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখার। তবে এবার আর সেমিফাইনাল নয়, ফাইনালেই সাক্ষাৎ হবে ব্রাজিল-আর্জেন্টিনার! ‘যদি’ ‘কিন্তু’ অবশ্যই আছে। তবে সবকিছু হিসাব মতো গেলে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল অপেক্ষা করছে উত্তেজনার সব রসদ জমা রেখে। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল থেকে শিরোপার যে গতিপথ নির্ধারণ হয়েছে, তাতে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের আগে দেখা হচ্ছে না। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরোতে পারলে দুই দলের লড়াই হবে মারাকানার ফাইনালে। ফর্মের তুঙ্গে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দল আলাদা দুই গ্রুপে খেলায় তাদের সাক্ষাৎ হয়নি এখনও। ‘এ’ গ্রুপে তিন জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিল ‘বি’ গ্রুপে তিন জয় ও ১ ড্রয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে উঠেছে শেষ আটে। অর্থাৎ, জয়-ড্রয়ের হিসাবে মাপলে ...